
বিড়ালও বিড়ালিনীর মতো
কেবল ঝুটা কাঁটা
খায়না দুধ না মাছ না মাংস
জোটে তাহার,
তবু প্রভাতে পাখি
ডাকিয়া উঠিলে
সে ম্যাও করিয়া
কাঁদিয়া ওঠে
কিংবা হাসিয়া
কে জানে?
তদুপরি বৃক্ষের
মগডালে
চড়িয়া বসিবার বাসনা
তাহারে পাইয়া বসিলে
সে ম্যাও করিয়া
কাঁদিয়া ওঠে,
কিংবা হাসিয়া
কে জানে?
কারণ বিড়ালও
বিড়ালিনীর ন্যায়,
কেবল ঝুটা কাঁটা খায়।
না দুধ,
না মাছ,
না মাংস,
না পাখি,
জোটে তাহার।