1. admin@prottashanewsbd24.com : admin :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন

দার্জিলিংকে পৃথক রাজ্য করার দাবীতে আন্দোলন।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

ভারতের পশ্চিমবঙ্গের শহর দার্জিলিংকে ভেঙ্গে নতুন রাজ্য করার দাবীতে ফের আন্দোলন শুরু করেছে অখিল ভারতীয় গোর্খা লীগ। দলটির নেতা এস পি শর্মা রোববার তাদের দলীয় কার্য্যলয়ে অমরন অনশন শুরু করেছেন। এমটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এস পি শর্মা বলেন , ৩বার লোকসভা নির্বাচনে পাহাড়বাসী বিজেপিকে দিয়ে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু আমাদের আলাদা গোর্খাল্যান্ড রাজ্যের দাবি মেনে নেওয়া হয়নি। এ ছাড়া ১১টি জনজাতিগোষ্ঠীকে ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবী মেনে নেওয়া হয়নি। এবার দার্জিলিংয়ের সাংসদকে একটি ডেডলাইন বেঁধে দিয়ে ঘোষণা করতে হবে, কবে তারা তাদের এ দাবি পূরন করবেন? তবে দাবি পূরণের সময় ২০২৪ সাল হতে পারবে না। কারন, ২০২৪ সালে আবার লোকসভার নির্বাচন হবে।
এদিকে জিএনএলএফ নেতা ও দার্জিলিং জেলা কমিটির সভাপতি অজয় এডওয়ার্ড গোর্খালীগ নেতা এস পি শর্মার দাবীর প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, তারা গোর্খালীগ নেতা এস পি শর্মার সঙ্গে থেকে আন্দোলন চালিয়ে যাবেন।

অন্যদিকে গোর্খা জনমুক্তি মোর্চা-২ এর নেতা ও কার্যকরী সভাপতি অণিল থাপা বলেন, পাহাড়ের কোন উন্নয়ণ দিল্লি করেনি। করেছে বাংলার সরকার।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD