রাজধানীর লালবাগ এলাকায় ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। রোববার রাত ১২.৩০ মিনিটের দিগে কেল্লার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত শিশুটিন নাম সামিয়ান (৪)।
শিশুটির নানা জাকির হোসেন গণমাধ্যমকে জানান, তার মেয়ে আসমা বেগম লালবাগ কেল্লার মোড় বাজার এলাকায় থাকেন। গতকাল রাতে ছেলে সামিয়ানকে নিয়ে দুধ কিনতে বাসা থেকে বের হন তিনি। মোড় বাজারে যাওয়ার পরে একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সামিয়ান। এ সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোররাত চারটার দিকে শিশুটির মৃত্যু হয়।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) বিনয় কুমার রায় জানান, মৃত্যুর ঘটনায় ট্রাকচালক মো. নীরবকে আটক করা হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।