1. admin@prottashanewsbd24.com : admin :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৮:৪৯ পূর্বাহ্ন

‌‌ ১১০ বস্তায় বন্দি নতুন শিক্ষকদের শিক্ষকতা।।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

প্রত্যাশা ডেক্স : শিক্ষক পদে নতুন সুপারিশ পাওয়া প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরমের টি বস্তা এখনো এনটিআরসিএ কার্যালয়ে আছে। সোমবার দুপুরে সরেজমিনে এনটিআরসিএর কার্যালয়ে গিয়ে দেখা গেছে, প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরমের ১১০টি বস্তা স্তুপ করে রাখা হয়েছে। কর্মকর্তারা বলছেন, এ ফরমগুলো সিআইডি, এনএসআই ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠানো হবে। সে অপেক্ষাতেই আছে এনটিআরসিএর।

এদিকে পুলিশ ভেরিফিকেশন শেষ না হওয়ায় শিক্ষক পদে নতুন সুপারিশ পাওয়া প্রার্থীরা যোগদান করতে পারছেন না। এ পরিস্থিতিতে শিক্ষক সংকটে থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানরা ও নতুন সুপারিশ পাওয়া প্রার্থীরা দ্রুত নতুন শিক্ষকদের যোগদান করানোর দাবি জানিয়েছেন।
দুপুরে এনটিআরসিএর সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান, ‘পুলিশ ভেরিফিকেশন ফরমের ১১০টি বস্তা এখনো আমাদের কার্যালয়ে আছে। প্রার্থীরা পাঁচ কপি করে ফরম পূরণ করে পাঠিয়েছেন। এরমধ্যে এক কপি এনটিআরসিএতে, এক কপি শিক্ষা মন্ত্রণালয়ে রাখা হবে। আর এক কপি সিআইডিকে, এক কপি এনএসআইকে এবং এক কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রার্থীদের দুই কপি ফরম রাখছি। আর সিআইডি, এনএসআই ও স্বারাষ্ট্র মন্ত্রণালয় আমাদের কাছ থেকে ফরম নেবেন। আমরা অপেক্ষায় আছি, তারা আমাদের কাছ থেকে কখন ফরম সংগ্রহ করবেন।’

তবে কবে নাগাদ ভেরিফিকেশন শুরু হবে এ বিষয়ে সুস্পষ্টভাবে কোনো তথ্য দিতে পারেনি এনটিআরসিএর কর্মকর্তারা। তারা বলেন, ‘এ দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আমরা প্রার্থীদের ফরম পাঠাবো, পুলিশ ভেরিফিকেশনের রিপোর্ট পাওয়ার পর সুপারিশপত্র প্রকাশ করবো।’ কবে নাগাদ পুলিশ ভেরিফিকেশন শুরু হতে পারে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি কর্মকর্তারা।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD