1. admin@prottashanewsbd24.com : admin :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন

কৃষক হত্যা মামলায় কিশোরগঞ্জে একজনের ফাঁসির আদেশ

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় জসিম উদ্দিন নামে একজনকে ফাসিঁর আদেশ দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

সোমবার (১৮ অক্টোবর) সকালে আসামিদের উপস্থিতিতে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নার্গিস ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন (৩৫) কিশোরগঞ্জ সদর উপজেলার কর্ষাকড়িয়াইল ইউনিয়নের মনাকর্ষা গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে মনাকর্ষা গ্রামের জসিম উদ্দিনের লোকজনের সঙ্গে বাচ্চু মিয়ার লোকজনের বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর বিকেলে বাজারে ধান বিক্রি করতে যাওয়ার পথে কৃষক বাচ্চু মিয়াকে কুপিয়ে হত্যা করেন জসিম উদ্দিন ও তার ভাইয়েরা।

এ ঘটনায় নিহত বাচ্চু মিয়ার ভাই হারুন অর রশীদ বাদী হয়ে ছয়জনকে আসামি করে ওইদিন কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শাহ আজিজুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD