1. admin@prottashanewsbd24.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৪:০০ পূর্বাহ্ন

নোয়াখালীর বেগমগঞ্জে ৮ ভূয়া ভোটার আটক

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

নোয়াখালীর বেগমগঞ্জে ইউপি নির্বাচনে আট ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এরমধ্যে উপজেলার ছয়ানী ইউনিয়নে সাতজন ও গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ভোটকেন্দ্র থেকে একজনকে আটক করা হয়।

বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাহাত তানভির চৌধুরী এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির বলেন, দেলোয়ার হোসেন নামের ওই ব্যক্তি ভোটার নন। এরপরও জাল ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করেন। এজন্য তাকে আটক করা হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাহাত তানভির চৌধুরী বলেন, ছয়ানী ইউনিয়ন ভবানী জীবনপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে এসে সাত ভুয়া ভোটারকে আটক করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে প্রার্থী ও সমর্থকদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা করা হয়েছে। ফলে স্থানীয়রাই ভুয়া ভোটার চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাচ্ছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, নির্বাচন শতভাগ সুষ্ঠু করতে যা যা প্রয়োজন তাই করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD