1. admin@prottashanewsbd24.com : admin :
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৫৪ অপরাহ্ন

রাজধানীতে যুবলীগের আনন্দ শোভাযাত্রা

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

গত ১১ নভেম্বর ছিল দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের যুব সংগঠন আওয়ামী যুবলীগের ৪৯তম জন্মদিন। ১৯৭২ সালের এইদিনে জন্ম হয় যুবলীগের।
এ উপলক্ষে শুক্রবার (১২ নভেম্বর) সারাদেশে আনন্দ র‌্যালি করেছে সংগঠনটি।

কেন্দ্রীয়ভাবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে র‌্যালি শুরু করে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। র‌্যালির নেতৃত্ব দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এতে যুবলীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেন।

১১ নভেম্বর প্রতিষ্ঠাবর্ষিকীর দিনে প্রতিষ্ঠিাতা শেখ ফজলুল হক মনির কর্মচিত্র প্রদর্শনী ও আশ্রয় কর্মসূচি পালন করেছে যুবলীগ। পাশপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ১৯৭২ সালের ১১ নভেম্বর প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বঙ্গবন্ধুর নির্দেশে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র- এ মতাদর্শকে ধারণ করে প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগের সবচেয়ে সক্রিয় ও প্রধান সহযোগী এ সংগঠনটি। স্বাধীনতা-উত্তর বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করাই ছিল সংগঠটির মূল লক্ষ্য।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD