1. admin@prottashanewsbd24.com : admin :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন

সাত কলেজের ভর্তি পরিক্ষায় প্রথম হলেন মাদ্রাসা ছাত্র নাজমুল

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

ঢাকা ইউনিভার্সিটির পর এবার অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরিক্ষায় প্রথম হলেন এক মাদ্রাসা শিক্ষার্থী। ঢাবি অধিভুক্ত ঢাকার সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সর্বমোট ১০৭ নাম্বার পেয়ে প্রথন স্থান অধিকার করেছেন মাদ্রাসা শিক্ষার্থী নাজমুল ইসলাম।

বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।

নাজমুল ঢাকার দারুন নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। তার ভর্তি পরীক্ষার স্কোর ৮৭।

তিনি ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। এছাড়াও দ্বিতীয় হয়েছেন ঠাকুরগাঁও সরকারি কলেজের আবু কাওসার, তিনি সর্বমোট ১০৬ নম্বর পেয়েছেন। তার ভর্তি পরীক্ষার স্কোর ৮৬। এবং তৃতীয় হয়েছেন ১০৫ দশমিক ৯৪ পেয়ে সরকারি বাংলা কলেজে রাকিব হোসেন।

তার ভর্তি পরীক্ষার স্কোর ৮৭।
পরীক্ষায় অংশ নেওয়া ২১ হাজার ১৩২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৩৮২ জন। সে হিসাবে পাসের হার ৬৭ দশমিক ৯০। এই ইউনিটে আসনসংখ্যা ১১ হাজার ৯০৫টি।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD