1. admin@prottashanewsbd24.com : admin :
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩১ অপরাহ্ন

কক্সবাজার স্বেচ্ছাসেবক দলের ৫ ইউনিট কমিটি গঠন

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কক্সবাজার জেলার পাঁচটি ইউনিট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) সংগঠনটি সহ-দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম ও কক্সবাজার জেলার নেতাদের যৌথ সভায় এ পাঁচটি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। স্বেচ্ছাসেবক দল কক্সবাজার জেলার সভাপতি অধ্যাপক আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ ইউনুছ এসব কমিটি অনুমোদন করেন।

কক্সবাজার জেলার অনুমোদিত ইউনিট কমিটিসমূহ:
১. মহেশখালী পৌর : আহ্বায়ক আবু জাফর, সদস্যসচিব তোফায়েল হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক- ১. সাইফুল ইসলাম খোকন ২. ডা. এম. আনিছুল মোস্তফা (জয়) ৩. হামিদ হোসেন ৪. মো. শহিদুল্লাহ ৫. আব্দুল্লাহ আল মামুন ৬. আব্দুল মালেক ৭. আব্দুল খালেকসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

২. টেকনাফ উপজেলা : আহ্বায়ক অ্যাড. রশিদুল আলম, সদস্যসচিব ওমর সাদেক, যুগ্ম আহ্বায়ক- ১. খুরশেদ আলম ২. জাহাঙ্গির আলম ৩. রফিকুল ইসলাম হৃদয় ৪. মামুনুর রশিদ (বাহাদুর) ৫. তোফায়েল আহমদ ৬. জিয়া উদ্দিন জিকু ৭. নাছির উদ্দিন ৮. নুরুল কবির (রানা) ৯. ফরিদ মিয়াসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

৩. টেকনাফ পৌর : আহ্বায়ক মোহাম্মদ আবদুল্লাহ, সদস্যসচিব আব্দুস শুক্কুর, যুগ্ম আহ্বায়ক- ১. আব্দুর রাজ্জাক ২. মোহাম্মদ রুবেল ৩. রহমত উল্লাহ ৪. মো. আলম ৫. সেনাইয়েত উল্লাহ ৬. মনিরুল হাছান ৭. মো. জুবাইর ৮. নুরুল আবছারসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

৪. উখিয়া উপজেলা : আহ্বায়ক রিদুয়ান সিদ্দিকী, সদস্যসচিব মোহাম্মদ জাফর আলম, যুগ্ম আহ্বায়ক- ১. হেলাল উদ্দিন হীরা ২. মোহাম্মদ আরমান ৩. শাহাব উদ্দিন ৪. মোস্তাফা নুরী হীরা ৫. আব্দুল গফুর ৬. আমিনুল ইসলাম হিরু ৭. জাহেদুল হক জাহেদ ৮. জাবেদ চৌধুরীসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

৫. কুতুবদিয়া উপজেলা : আহ্বায়ক মোহাম্মদ ইউছুপ, সদস্যসচিব মো. হোছাইন আলী, যুগ্ম আহ্বায়ক- ১. আকতার হোছাইন ২. মাস্টার মো. আমিনুল হক ৩. আব্দুল আজিজ ৪. খোরশেদ আলম খোকন ৫. আব্দুর রহিম ৬. আবু মকছুদ ৭. নাছির উদ্দিনসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

বিজ্ঞপ্তিতে ঘোষিত কমিটিসমূহকে আগামী তিন মাসের মধ্যে অধীনস্থ সব ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD