আসন্ন নাসিক(নারায়ণগঞ্জ সিটি করপোরেশন)নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে সমর্থন জানালো রাজনৈতিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।
আইভীর উপস্থিতিতে তার বাসভবন সংলগ্ন প্রচারণা স্থলে ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান বাহাদুর শাহ মোজাদ্দেদি তার দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে আনুষ্ঠানিক সমর্থনের ঘোষণা দেন। মোজাদ্দেদি তার ঘোষণায় বলেন, মেয়র প্রার্থীকে বিজয়ী করতে তার দলের প্রতিটি কর্মী নিরলস পরিশ্রম করে যাবে।