মেহেরপুরের গাংনী উপজেলায় গত ২৪ ঘণ্টায় এক কলেজছাত্রসহ তিনজন আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে গাংনী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
পরিবারের অনুরোধে পুলিশ মরদেহ দাফনের অনুমতি দিয়েছে বলে নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
ওসি জানান, রোববার ভোরে নিজ বাড়িতে কীটনাশক পান করে আত্মহত্যা করেন গাংনী ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ও চিতলা গ্রামের বকুল হোসেনের ছেলে পিয়াশ (২৪)।
এদিকে পারিবারিক কলহের জের ধরে শনিবার মধ্যরাতে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন চেংগাড়া গ্রামের কৃষক আবু শামা (৫০)। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মানিকগঞ্জে তার মৃত্যু হয়।
একইদিন বিকেলে আবুল খায়ের (৭০) নামের এক বৃদ্ধ কীটনাশক পানে আত্মহত্যা করেন। পরিবারের লোকজনের দাবি পেটের পীড়া সইতে না পেরে তিনি আত্মহত্যা করেন।
ওসি আরও জানান, তিনটি আত্মহত্যার ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। কারো কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়।