রাজধানীর মতিঝিলে মডার্ন ম্যানশন নামে ১৫ তলা একটি ভবনের তৃতীয় তলায় ফাটল দেখা দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রোববার (৬ মার্চ) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।
তিনি বলেন, মতিঝিলে ১৫ তলা ভবনের তৃতীয় তলায় ফাটল দেখা দিয়েছে। খবর পেয়ে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের অনুসন্ধান ও উদ্ধার টিম ঘটনাস্থল পরিদর্শন শেষে ৯টা ৪০ মিনিটে কাজ শেষ করে।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।