শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নারীসহ ছয়জন নিহত হয়েছেন। বরিশাল থেকে ঢাকাগামী অ্যাম্বুলেন্সকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
পদ্মা দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসছিল। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কায় দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই নারীসহ ছয়জন মারা যান।