1. admin@prottashanewsbd24.com : admin :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ইকুয়েডরের তারকা ফুটবলার ‘মার্কো আনগুলো’।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
Oplus_131072
সংবাদটি শেয়ার করুন:

জাতীয় দলের জার্সিতে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন। চেয়ে ছিলেন বিশ্বব্যাপী নিজের নামকে ছড়িয়ে দিতে। কিন্তু মাত্র ২২ বছর বয়সেই পরপারে পাড়ি জমালেন ইকুয়েডর জাতীয় দলের ফুটবলার মার্কো আনগুলো। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিনি।

গত ৭ অক্টোবর গাড়ি দুর্ঘটনার শিকার হন আনগুলো। দীর্ঘ এক মাসেরও বেশি সময় মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। মঙ্গলবার (১২ নভেম্বর) ইকুয়েডর ফুটবল ফেডারেশন এ খবর জানিয়েছে।

আনগুলো ওই দুর্ঘটনায় মাথা ও ফুসফুসে আঘাত পান। দুর্ঘটনা পরবর্তী এক সপ্তাহ ধরে ছিলেন নিবিড় তত্ত্বাবধানে। এরপর ইকুয়েডরের রাজধানী কিটোর একটি হাসপাতালে সোমবার (১১ নভেম্বর) রাতে মারা যান। একই দুর্ঘটনায় ইকুয়েডরের বয়সভিত্তিক দলে আনগুলোর সাবেক সতীর্থ রবার্তো কাবেজাসও মারা গেছেন।

গত মার্চ থেকে আনগুলো ইকুয়েডরিয়ান লিগ চ্যাম্পিয়ন এলডিইউ কিটোর হয়ে খেলেছেন। মেজর লিগ সকারের দল সিনসিনাটি থেকে তাকে ধারে এনেছিল দলটি। ২০২২ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে আনগুলোর, খেলেছেন দুটি ম্যাচ।

ইকুয়েডরের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই গাড়িতে থাকা পাঁচজনের মধ্যে তিনজন নিহত হয়েছেন।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD