সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া স্বাগত জানিয়ে এ কথা বলেন প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুস। আজ (২১ নভেম্বর) রাজধানীর ক্যান্টমেন্ট এর সেনাকুঞ্জে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যাপক ইউনূস বলেন, “খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মিলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই। আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে এই সুযোগ দিতে পেরেছি আপনাকে।”
“শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সাথে শরিক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ,” যোগ করেন তিনি।
বলেন, “এই অনুষ্ঠানে আপনাকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি।”
খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করেন প্রধান উপদেষ্টা।
সেনাকুঞ্জের এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার মধ্য দিয়ে ছয় বছর পর খালেদা জিয়া কোনো প্রকাশ্য অনুষ্ঠানে সশরীরে অংশ নিচ্ছেন। আর, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিচ্ছেন দীর্ঘ ১২ বছর পর।