কুষ্টিয়া শহরে দায়িত্বরত অবস্থায় নাজমুল ইসলাম নামের এক ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনায় হামলাকারী দুই নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) রাতে কুষ্টিয়া শহরের নিজ নিজ বাড়ি থেকে অভিযুক্ত ওই দুই নারীকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ আটক করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব অভিযুক্ত দুই নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক দুই নারী হলেন- কুষ্টিয়াা পৌর এলাকার আবু হানিফ লেনের আশরাফুল ইসলাম মতিনের স্ত্রী সোহানা ইসলাম রোজা এবং হাউজিং ডি-ব্লক এলাকার রিপন আলীর স্ত্রী সানজিদা আক্তার শান্তা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কোর্ট স্টেশন মসজিদের সামনের মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল নাজমুল ইসলাম। তখন স্টেশনে ট্রেনের সিগন্যাল পড়ে। ওই দুই নারী একটি বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। সড়কে অতিরিক্ত যানজট থাকায় ওই দুই নারীর রিকশা আটকে দেন ট্রাফিক পুলিশের ওই কনস্টেবল। তবে তারা ট্রেনের সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করলে বাধা দেন পুলিশ কনস্টেবল। সেখান থেকেই তর্ক-বিতর্ক শুরু হয়।
এক পর্যায়ে ওই দুই নারী চরম উত্তেজিত হয়ে ট্রাফিক পুলিশ সদস্যকে পায়ের স্যান্ডেল খুলে মারপিট করেন। মারধরের ওই ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়। ঘটনাটি জেলা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব জানান, দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলার অভিযোগে ওই দুই নারীকে আটক করা হয়েছে এবং দুজনের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জানান, বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ প্রদান করা হয়েছে।