গাজীপুরের শ্রীপুরে পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে এক কিলোমিটার নিয়ে যাওয়ার ঘটনায় চালককে আটক করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) জেলার শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আটক অটোরিকশা চালক জনি আহমেদ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের মোহাম্মদ আহমেদ আলীর ছেলে।
ভূক্তভোগী মাওনা হাইওয়ে থানারপুলিশ কন্সস্টেবল কমল দাস জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনার অংশ হিসেবে জৈনাবাজার এলাকায় অভিযান চলাকালে একটি অটোরিকশাকে থামতে সিগন্যাল দেয়া হয়। পুলিশ কন্সস্টেবল অটোরিকশায় উঠার চেষ্টা করলে চালক রিকশার গতি বাড়িয়ে দিলে অটোরিকশায় ডান পাশে ঝুলে থাকেন পুলিশ কন্সস্টেবল।
এসময় রিকশায় থাকা অন্য যাত্রীরা চালককে অনুরোধ করলেও সে অটোরিকশা থামায়নি। এভাবে এক কিলোমিটার নিয়ে যায় চালক। তাকে মহাসড়কে ফেলে দেয়ার চেষ্টা করে বলে জানান ওই পুলিশ সদস্য। শেষ পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে রিকশা চালককে আটক করতে সক্ষম হন তিনি।