1. admin@prottashanewsbd24.com : admin :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০১:৩০ অপরাহ্ন

জামায়েত আমিরের স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচী স্থগিত।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
সংবাদটি শেয়ার করুন:

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলা‌মকে মুক্তি না দিলে নিজের স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচি স্থগিত করেছেন জামায়াত আ‌মির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাম‌নে গণঅবস্থা‌নের কর্মসূ‌চিও স্থগিত ক‌রে‌ছে জামায়া‌তে ইসলামী।

মঙ্গলবার দুপুর ২টা থে‌কে আজহারুল ইসলা‌মের মু‌ক্তির দাবিতে দলটির ২ ঘণ্টার কর্মসূ‌চি পালনের কথা ছিল।

সোমবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে কর্মসূ‌চি স্থগিতের ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হ‌য়ে‌ছে, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। জ্যেষ্ঠ নেতাদের অনু‌রোধে জামায়াত আ‌মির ডা. শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচি আপাতত স্থগিত করেছেন।

প্রসঙ্গত, ২০১২ সালে ২২ আগস্ট গ্রেপ্তার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারকে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৯ সালের ৩১ অক্টোবর সাজা বহাল রাখেন আপিল বিভাগ। রায় পুনর্বিবেচনায় রিভিউ করেছেন এটিএম আজহার। মঙ্গলবার এর শুনানি হ‌তে পা‌রে।

মানবতাবিরোধী অপরাধে জামায়াতের পাঁচ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। বিচার চলাচলে অথবা রায় ঘোষণার পর কারাগারে মারা গেছেন আরও পাঁচ জন। দণ্ডিত নেতাদের মধ্যে একমাত্র এটিএম আজাহার জী‌বিত। জামায়াত বারবার অভিযোগ করেছে, রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ মিথ্যা মামলায় ও সাজানো সাক্ষীতে নেতাদের সাজা দিয়েছে।

৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর অন্যান্য মামলায় জামায়াতের সব নেতা ছাড়া পেয়েছেন। মানবতাবিরোধী অপরাধের মামলা স্পর্শকাতর হওয়ায় জামায়াতও এতদিন এটিএম আজাহারের মুক্তির কথা বলেনি। গত ১৮ ফেব্রুয়ারি মু‌ক্তির দাবিতে ঢাকাসহ সারা‌দে‌শে বিক্ষোভ সমা‌বেশ ক‌রে জামায়াত।

২০ ফেব্রুয়ারি জামায়াত আ‌মির ফেসবুক স্ট্যাটাসে জানান, এটিএম আজহারকে মু‌ক্তি না দি‌লে তি‌নিও কারাগারে যে‌তে চান। স্বেচ্ছায় গ্রেপ্তার হ‌তে ২৫ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে যাবেন। পরে ক‌য়েক‌দিন তি‌নি বক্তৃতায় ব‌লেছেন, এ‌টিএম আজহার‌কে কারাগারে রেখে মুক্ত থাক‌তে চান না তিনি। জামায়াতের কর্মী সমর্থকরাও কারাগারে যে‌তে প্রস্তুত।

জামায়াত সূত্র প্রত্যাশাকে জানিয়েছে, রিভিউ শুনানির দিন নির্ধারণ এবং ২৫ ফেব্রুয়া‌রি‌কে সরকার শহীদ সেনা দিবস ঘোষণা করায় কর্মসূ‌চি স্থ‌গিত করা হ‌য়ে‌ছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD