1. admin@prottashanewsbd24.com : admin :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন

বাহিরে তিন ক্যামেরা কিন্তু ভিতরে এক ক্যামেরাঃ রিয়েলমির প্রতারণা।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

নিজেদের বিশ্বখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড দাবি করা রিয়েলমির অভিনব প্রতারণার ফাঁদে পড়ছেন ক্রেতারা। সম্প্রতি রিয়েলমি সি৭৫ ফোন নিয়ে এ রকমই এক অভিজ্ঞতার বিবরণ দিয়েছেন ভুক্তভোগীরা।

দেখা যায়, ওয়াটার-প্রুফ দাবি করা ২০ হাজার টাকা মূল্যের রিয়েলমি সি৭৫ স্মার্টফোনটি এক ক্রেতা কোনো এক সমস্যার কারণে খোলেন। ফোন খোলার সাথে সাথেই রিয়েলমি ব্র্যান্ডটির প্রতারণা ধরা পড়ে যায়। বাইরের কেসিংয়ে চটকদার ৩ ক্যামেরা স্লটের কেসিং লাগানো থাকলেও ভেতরে কেবল একটি ক্যামেরাই দেখা যায়। এমন ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েন ফোনটির ব্যবহারকারী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি থেকে দেখা যায়, একজন চাক্ষুষ বর্ণনাকারী এই ঘটনার বিবরণ দেন এভাবে, ‘ফোনের হার্ডওয়্যার সেকশনে গেলে দেখা যায় একটি মাত্র ক্যামেরাই রিয়েলমি দিয়েছে। অথচ কাস্টমার এটা ভাবছে যে, এখানে আলাদা তিনটি ক্যামেরা তারা পাচ্ছে। তারা আসলে রিয়েলমির প্রতিনিয়ত করে যাওয়া প্রতারণার শিকার হচ্ছে।’

রিয়েলমির এই ঘটনায় বিস্মিত হয়ে পড়েছেন ক্রেতারা। দেখা যাচ্ছে, ওয়াটার-প্রুফ বিজ্ঞাপনের ফাঁদে পড়ে রিয়েলমি সি৭৫ কিনছেন অনেকেই। মাত্র ১৯,৯৯৯ টাকা দামের এই ফোনটিতে আরও নানা মনমাতানো ফিচারের প্রলোভন দেখানো হয়েছে। ক্যামেরার ক্ষেত্রে ব্র্যান্ডটির ওয়েবসাইট থেকে দেখা যায়, ৫০ মেগাপিক্সেল সুপার ক্লিয়ার ক্যামেরার উল্লেখ করা হয়েছে। পেছনের বাকি ক্যামেরা সম্পর্কে আর কিছুই বলা হয়নি।

স্মার্টফোনের রিভিউ করে এমন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে দেখা যায়, রিয়েলমি সি৭৫-এর পেছনে থাকা বাকি ক্যামেরাগুলোকে তারা সেকেন্ডারি আনস্পেসিফাইড ক্যামেরা বলে চিহ্নিত করেছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD