কুমিল্লায় নগরীর কান্দিরপাড়ে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের পর করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে ছাত্রদলের পদবঞ্চিতরা এমন অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৭ মে) সন্ধ্যায় কুমিল্লা নগরের কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ রোড এলাকায় দক্ষিণ জেলা ও কুমিল্লা মহানগর বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ সময় পদবঞ্চিত ছাত্রদল নেতারা একাধিক ককটেল ফাটিয়ে বিক্ষোভ মিছিল শুরু করলে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এই কমিটি গত বৃহস্পতিবার বিকেলে অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ছয় এবং মহানগরের ১৩ সদস্যবিশিষ্ট সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ছয় সদস্যের কমিটিতে রয়েছেন সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সিনিয়র সহসভাপতি সোলেমান মুন্সী, সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ ও সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিন।
এছাড়া, কুমিল্লা মহানগর ছাত্রদলের ১৩ সদস্যের কমিটিতে রয়েছেন সভাপতি নাহিদ রানা, সিনিয়র সহসভাপতি আবুল কালাম, সহসভাপতি শাহাবউদ্দিন ভূঁইয়া হাসিব, তারেক আজিম ভূঁইয়া রাজন ও শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফায়াজ রশিদ প্রিমু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরমনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন উল আজিম। কাফি, আহসানুল রাব্বি, ওসাম রহমান, ফারদিন মজুমদার ও রকিবুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন।
এদিকে, এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, কার্যালয়ের ভেতরে আগুন জ্বলছে। বাইরে নেতাকর্মীরা “অবৈধ কমিটি, মানি না মানবো না”, “দালালদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “একশন একশন, ছাত্রদলের একশন” এসব স্লোগান দিতে দেখা যায়।
এসময় কয়েকজন নেতাকর্মীকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার নিয়ে টানা হেঁচড়া করতেও দেখা যায়।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নব গঠিত কমিটির সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী বলেন, “যোগ্য ও ত্যাগী নেতাদের নিয়ে কেন্দ্র আংশিক কমিটি ঘোষণা করেছে। পূর্ণাঙ্গ কমিটিতে অবশ্যই ত্যাগীদের মূল্যায়ন করা হবে। শিগগরই পূর্ণাঙ্গ কমিটি করে পদবঞ্চিতদের মূল্যায়ন করা হবে।”
কুমিল্লা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, “কিছু দুর্বৃত্ত দলীয় কার্যালয়ের তালা খুলে ভেতরে বস্তা ঢুকিয়ে এতে আগুন ধরিয়ে দেয়। এরা কোনো দলের লোক নয়।”