বিষপান করা চার জুলাই যোদ্ধাকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জুলাই যোদ্ধাকে আর্থিক সহায়তা পৌঁছে দেন বিএনপি নেতারা
ফ্যাসিবাদের বিরুদ্ধে চব্বিশের গণঅভ্যুত্থানে চোখ হারানো চিকিৎসাধীন চারজনের সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী এ অর্থ সহায়তা দেওয়া হয়েছে তাদের।
বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জুলাই যোদ্ধাকে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।
এদিন বিএনপির যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ‘বিষ পান’ করা চার জুলাই যোদ্ধার সঙ্গে সাক্ষাৎ করে তাদের চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের আর্থিক সহায়তা প্রদান করেন ও তাদের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। এছাড়া প্রতিনিধিদল ‘বিষ পান’ করা চার যুবকের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তারেক রহমান তাদের পাশে আছেন- এমন বার্তা পৌঁছে দেন।