1. admin@prottashanewsbd24.com : admin :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

যৌথবাহিনীর অভিযানে সমন্বয়ক গ্রেফতার।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
Oplus_16777216
সংবাদটি শেয়ার করুন:

যৌথবাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেফতার
টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহকারী সদস্যসচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার সদস্য আবু ইসহাক রুহুল্লাহ্কে (২৭) গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৮) দিনগত মধ্যরাতে টঙ্গী পশ্চিম থানার শফিউদ্দিন সরকার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইসহাক রুহুল্লাহ্ শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার হযরত আলী মুন্সী কান্দি গ্রামের খলিল সরকারের ছেলে।

পুলিশ জানায়, সম্প্রতি টঙ্গীর গাজীপুরা এলাকায় একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ইসহাককে গ্রেফতার করে যৌথবাহিনী। বৃহস্পতিবার (২৯ মে) তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর শাখার সদস্যসচিব মহসিন উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দর হাবীবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার রাতে যৌথবাহিনীর অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD