পোশাক রপ্তানিকারক গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠ জয় পেয়েছে মাহমুদুল হাসান খান বাবুর নেতৃত্বের প্যানেল ফোরাম। মোট ৩৫ পরিচালক পদের মধ্যে ঢাকায় ২৫ এবং চট্টগ্রামে ৬টি মিলিয়ে ৩১টিতেই জয়ী হয়েছে মাহমুদুল হাসন খান বাবুর প্যানেল ফোরাম। বাকি চারটিতে জয় পেয়েছে আবুল কালামের নেতৃত্বাধীন প্যানেল সম্মিলিত পরিষদ।
শনিবার (৩১ মে) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় বিজিএমইএ এর ২০২৫-২৭ বছরের পরিচালনা বোর্ডের নির্বাচন। কড়া নিরাপত্তার মাঝে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হয় এই নির্বাচন।
এবার ঢাকা এবং চট্টগ্রাম মিলিয়ে মোট ভোটার ছিলো এক হাজার আটশ চৌষট্টি জন। এর মাঝে ভোট দেন এক হাজার ছয়শ একত্রিশ জন, যা মোট ভোটের সাতাশি দশমিক পাঁচ শতাংশ।
এদিন সকাল আটটা নির্ধারিত সময়ে শুরু হয়ে ভোটগ্রহণ, শেষ হয় বিকেল সোয়া পাঁচটায়। এরপর প্রার্থীদের উপস্থিতিতে হয় ভোট গণনা এবং রাত সাড়ে এগারটায় ঘোষণা করা হয় ফলাফল।
নির্বাচনে জিতে ফোরাম প্যানেল লিডার মাহমুদুল হাসান খান বাবু জয় উৎসর্গ করেন ভোটারদের প্রতি। বলেন, নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবেন, বিজিএমইএতে ভোটারদের অংশগ্রহণ বাড়াবেন, এবং বোর্ডকে জবাবদিহি করবেন সদস্যদের কাছে।