চিরকুটে অভাবের কথা লিখে স্ত্রী ও দুই ছেলে-মেয়েকে হত্যার পর এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকাল ৯টার দিকে ওই এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, দুই সন্তান ও স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। ঋণগ্রস্ত হয়ে অভাব অনটন ও খাবার সংকটে তারা এ পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে চিরকুট লিখে গেছেন।
মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, চারজনের লাশ উদ্ধারের খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।