1. admin@prottashanewsbd24.com : admin :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০১:২১ অপরাহ্ন

রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলা, ভাংচুর।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
Oplus_16777216
সংবাদটি শেয়ার করুন:

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সেন পাড়ার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। জাপা নেতাকর্মীদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র ও এনপিপির নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) রাত পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে। এসময় বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

এই ঘটনায় জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উত্তজনা বিরাজ করছে। ঘটনাস্থালে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে নগরীতে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, জাতীয় পার্টির নেতা কর্মীরাই তাদের বিক্ষোভ মিছিলে হামলা করেছে।

আমাদের কোনো নেতা কর্মীই জিএম কাদেরর বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, জিএম কাদেরকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্ররা নগরীতে বিক্ষোভ করে, পরে যোগ দেয় এনপিপির নেতাকর্মীরাও। সেই বিক্ষোভ পৌঁছায় নগরীর সেনপাড়া এলাকায়। সেখানে পৌঁছামাত্র কে বা কারা জিএম কাদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় বাড়ির জানালার থাই গ্লাস ভেঙে যায়। বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলা হয়।
হামলার খবর ছড়িয়ে পড়লে দ্রুত জাতীয় পার্টির নেতাকর্মীরা ঘটনাস্থলে আসলে বৈষম্যবিরোধীর নেতাকর্মীরা চলে যায়। তবে এই ঘটনায় নগর জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

মহানগর জাতীয় পার্টির সভাপতি ও কো- চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তাফা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাই বলেই এই ঘটনা ঘটছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, এখন পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। আমরা যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD