1. admin@prottashanewsbd24.com : admin :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০২:০৯ অপরাহ্ন

ছাত্রদল নেতার গুদাম থেকে ৫৬ বস্তা ভিজিএফের চাল জব্দ।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : সোমবার, ২ জুন, ২০২৫
Oplus_16777216
সংবাদটি শেয়ার করুন:

জামালপুরে সরিষাবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে নাজমুল হাসান নামে এক ছাত্রদল নেতার গুদাম থেকে ৫৬ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নাজমুল পালিয়ে গেলেও তার তিন সহযোগীকে আটক করা হয়েছে।

অভিযুক্ত নাজমুল হাসান জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক। সোমবার (২ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল। আটক ব্যক্তিরা হলেন, মহাদান ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে মো. আশিক মিয়া, সানাকৈর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে মো. রায়হান মিয়া ও বারুই পটল গ্রামের মৃত শাওয়ান আলীর ছেলে শান্ত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত তিন দিন ধরে উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদে অসহায় ও দুস্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ চলছিল। এই পরিস্থিতির সুযোগ নিয়ে জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসানের নেতৃত্বে কিছু ছাত্রদল কর্মী অবৈধভাবে এসব চাল ক্রয় করে নিজেদের দখলে নেন। পরে সরকারি বস্তা পরিবর্তন করে সেগুলো একটি গুদামে মজুত করেন।

সূত্র আরও জানায়, চালগুলো অন্য জায়গায় বিক্রির সময় সেনাবাহিনীর টহলরত টিম জানতে পারে। পরে ওয়ারেন্ট অফিসার সাদিক আলীর নেতৃত্বে আয়েশা সুপার মার্কেটে নাজমুল স্টোরে অভিযান চালিয়ে ২ হাজার ৮০০ কেজি (৫৬ বস্তা) চাল উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করে। এ সময় নাজমুল ও তার কয়েকজন সহযোগী ঘটনাস্থলে থেকে কৌশলে পালিয়ে যান। পরে আটকদের ও উদ্ধারকৃত চাল লিজা রিছিলের উপস্থিতিতে থানার এসআই ফখরুল হাসানের কাছে হস্তান্তর করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল বলেন, রবিবার (১ জুন) রাত ১০টায় ভাটারা বাজার লেভেল ক্রসিং এলাকায় আয়শা সুপার মার্কেট থেকে ৫৬ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটকসহ জব্দকৃত চাল পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত নাজমুলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান বলেন, অবৈধভাবে মজুত করা ৫৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD