1. admin@prottashanewsbd24.com : admin :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন

রেকর্ড আক্রান্তের দিনে মৃত্যু ১৬৩ (করোনাকাল)

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

দেশে একের পর এক রেকর্ড করোনা আক্রান্ত ও মৃত্যুতে। একদিন মৃতের রেকর্ড তো পরের দিন আক্রান্তের। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ১১ হাজার ৫২৫ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ১৬ মাসে এই প্রথম একদিনে শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়াল। এ সময়ে ২৪ মারা গেছেন ১৬৩ জন। মৃত্যুর সংখ্যা বিবেচনায় এটি দ্বিতীয় সর্বোচ্চ।
মৃত্যু বিবেচনায় সর্বোচ্চ মৃত্যু খুলনা বিভাগে ৪৬ জন এরপর রয়েছে ঢাকা বিভাগ ৪৫ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৩৬০৬৩১ জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত দাঁড়িয়েছে ৩১ দশমিক ৪৬ শতাংশ।
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগের দিন সোমবার ৯ হাজার ৯৬৪ জনের সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয়। এ দিন মৃত্যু ছিল ১৬৪ জনের।

সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০৬। মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৩৯২ জনের।
অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৩৩ জন।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD