1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন

মিয়ানমার জঙ্গলে ৪০ মৃতদেহ।।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

মিয়ানমারের জঙ্গল এলাকা থেকে ৪০ টি মৃতদেহ উদ্ধার করে করা হয়েছে। জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করা একটি মিলিশিয়া বাহিনী ও স্থানীয় অধিবাসীরা এগুলো উদ্ধার করেন।

মিলিশিয়া বাহিনী ও জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুনের বরাত দিয়ে এতথ্য জানিয়েছ বার্তা সংস্থা রয়টার্স।

জঙ্গল থেকে উদ্ধার করা এসব মৃতদেহে নির্যাতনের চিহ্ন রয়েছে। সাগাইং অঞ্চলে কানি শহরের আশেপাশে বিভিন্ন স্থানে এগুলো পাওয়া গেছে।

গত ফেব্রুয়ারিতে অং সান সুচিকে গ্রেপ্তারের পর থেকে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। প্রায় প্রতিদিন সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে।

মিয়ানমারে প্রায় প্রতিদিনই সামরিক বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষ লেগেই থাকে। চলছে ধরপাকড়ও। সহিংসতায় নিহত হয়েছে কয়েকশ’ মানুষ।

যে এলাকা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে গত কয়েক মাসে এই এলাকাতে সামরিক শাসনের বিরোধীদের গড়ে তোলা মিলিশিয়া গোষ্ঠীগুলোর সঙ্গে সেনাবাহিনীর বেশ কয়েকবার লড়াই হয়েছে।

তবে মৃতদেহ খুঁজে পাওয়ার বিষয়টি নিয়ে সামরিক বাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনও মন্তব্য পাওয়া যায়নি।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা চিঠিতে জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুন জানান, তিনটি ঘটনায় সবমিলিয়ে ৪০টি মৃতদেহ উদ্ধার হয়েছে। এটা স্পষ্টভাবেই মানবতার বিরুদ্ধে অপরাধ।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD