নওগাঁয় গোসলে নেমে এক সাথে ৪ শিশুর মৃত্যু হয়েছে। আজ (৩০ অক্টোবর) সদর উপজেলার আর্জিনওগায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুদের মধ্যে ৩ জন কন্যা শিশু ও একজন ছেলে শিশু।
তারা হলেন, একই এলাকার সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৮), আনোয়ার হোসেনের মেয়ে আশা (৮) এবং টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া (১০) এবং ছেলে ফরহাদ (৬)।
স্থানীয়রা জানান, একইসাথে ৬ শিশু মিলে গোসল করতে পুকুরে আসে। ৪ জন পুকুরে নামলেও ২ জন গোসল না করে বাড়ি ফিরে যায়। পরে বাকি ৪ জনকে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে পানির নিচে কাঁদার সাথে আটকয়া অবস্থায় পায়। তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।