1. admin@prottashanewsbd24.com : admin :
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন

করপোরেট নাম পরিবর্তন করলো ফেসবুক, নতুন নাম ‘মেটা’

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

ফেসবুকের করপোরেট কোম্পানির নাম পরিবর্তন করা হয়েছে, নতুন নাম রাখা হয়েছে “মেটা”। অপরিবর্তিত থাকবে ফেসবুকের অধীনে থাকা সকল অ্যাপের নাম।

আজ শুক্রবার (২৯ অক্টোবর) ফেসবুকের বার্ষিক কনফারেন্সে এ ঘোষণা দেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ঘোষণায় মার্ক বলেন, আমরা বিশ্বাস করি ইন্টারনেটের উত্তরসূরী হতে যাচ্ছে মেটাভার্স। এতে ভবিষ্যৎ বদলে যাবে ইন্টারনেটের।

মূল প্রতিষ্ঠান হিসেবে মেটার অধীনে থাকবে ফেসবুক, ইন্সটাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। ‘মেটাভার্স বা পরাবাস্তব জগৎ’ প্রকল্পের অংশ হিসেবেই প্রতিষ্ঠানটির এ ভবিষ্যৎ পরিকল্পনা বলে জানান ফেসবুক প্রতিষ্ঠাতা জার্কারবার্গ। এ ব্যাপারে, সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিস্তারিত পরিকল্পনাও তুলে ধরা হয়। ‘মেটাভার্স’ গড়তে পাঁচ কোটি ডলার বিনিয়োগের ঘোষণাও দেয়া হয়।

উল্লেখ্য, এর আগে ফেসবুকের সকল কার্যক্রম পরিচালিত হত Facebook inc. এর অধীনে, আর কোম্পানির নাম পরিবর্তনের পর সব কার্যক্রম পরিচালিত হবে Metaverse বা Meta এর অধীনে। মেটা স্যোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে আরও বেশি বাস্তবমুখী করতে আরও নতুন নতুন গ্যাজেট অন্তর্ভূক্ত করার ব্যাপারে বিস্তারিত গবেষণা করছে। এ গবেষণা সফল হলে নতুন মাত্রা পাবে স্যোশাল মিডিয়া ইকোসিস্টেম।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD