1. admin@prottashanewsbd24.com : admin :
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া শুরু।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

চীনের কঠোর আপত্তি থাকা সত্ত্বেও মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরপরই তাইওয়ানের চারপাশে নজিরবিহীন সামরিক মহড়া শুরু করেছে চীন। নৌ ও আকাশ পথে দেশটি মহড়া চালাচ্ছে। গত মঙ্গলবার (২ আগস্ট) তাইওয়ান সফরে যান মার্কিন কংগ্রেস স্পিকার ন্যান্সি। খবর আল-জাজিরার।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, তাইওয়ানের চারপাশে ছয়টি জায়গায় সামরিক মহড়া শুরু হয়েছে।

মূলত পেলোসির তাইওয়ান সফরের শুরু থেকেই সামরিক প্রস্তুতি নিতে শুরু করে চীন। এরপর তাইওয়ানকে শাস্তি দিতে বেশ কিছু নিষেধাজ্ঞাও আরোপ করেছে দেশটি।

এদিকে তাইওয়ান জানিয়েছে, চীনের চলমান সামরিক মহড়া আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

এর আগে মঙ্গলবার রাতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাইওয়ানের উত্তর, দক্ষিণ-পশ্চিম ও উত্তরপূর্বাঞ্চলে যৌথভাবে আকাশ ও সমুদ্রে চীনের মহড়া চলবে। তাইওয়ান প্রণালীতে দীর্ঘ পাল্লার ‘লাইভ ফায়ারিং’ করা হবে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD