1. admin@prottashanewsbd24.com : admin :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

বিস্ফোরক আইনে করা মামলায় খালাস পেলেন তারেক রহমান/ গাজীপুর।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
Oplus_131072
সংবাদটি শেয়ার করুন:

গাজীপুরে বিস্ফোরক আইনে করা ৯ বছর আগের একটি মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২ ডিসেম্বর) গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার আরিক এ আদেশ দেন।

এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় করা চারটি মামলা থেকে তিনি খালাস পেলেন। একই মামলায় তারেক রহমান ছাড়াও গাজীপুরের বিএনপি ও জামায়াতের ৬০ নেতাকর্মী খালাস পেয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ও নাশকতার অভিযোগে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন জয়দেবপুর থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করে।

আসামিপক্ষের আইনজীবী ড. সহিদউজ্জামান মামলা থেকে খালাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল রবিবার ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় হাইকোর্টের রায়ে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখনো চারটি মামলায় সাজাপ্রাপ্ত তিনি।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD