1. admin@prottashanewsbd24.com : admin :
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:৪১ অপরাহ্ন

২৪ ঘণ্টা পরেই ডিলিট হয়ে যাবে হোয়াটসঅ্যাপের মেসেজ ।।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

২০২০ সালের শেষের দিকে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ২৪ ঘণ্টা পরেই মেসেজ মুছে যাওয়ার ডিসঅ্যাপেয়ারিং ফিচার নিয়ে আসার কথা ঘোষণা করেছিল। যথাসময়ে তা চালু হওয়ার তা বেশ জনপ্রিয়ও হয়ে ওঠে ব্যবহারকারীদের মধ্যে।

সেই ফিচারকেই এবার আরও একটু আপডেটেড করার লক্ষ্যে কাজ চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। জানা গেছে, যে ৭ দিনের মেয়াদের বদলে এবার ২৪ ঘণ্টার মেয়াদে এই ডিসঅ্যাপেয়ারিং মেসেজ ফিচার চালু হতে চলেছে।

সম্প্রতি এই কথা সামনে নিয়ে এসেছে WABetaInfo। তবে রিপোর্ট অনুসারে ডিসঅ্যাপেয়ারিং মেসেজে ফিচারের জনপ্রিয়তাই এই আপডেটের একমাত্র লক্ষ্য নয়, আসল লক্ষ্য হলো প্রতিযোগিতায় এগিয়ে থাকা। কেননা, প্রতিযোগী সংস্থা টেলিগ্রাম এই ব্যাপারে তার ব্যবহারকারীদের নানা অপশন দিয়ে থাকে। সেই লক্ষ্যেই এবার পদক্ষেপ করছে হোয়াটসঅ্যাপও।

পাশাপাশি, এই ডিসঅ্যাপেয়ারিং মেসেজ ফিচারের সূত্রে আরও কয়েকটি বদল আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। এতদিন পর্যন্ত কোনো গ্রুপে এই ফিচার এনেবল করার ক্ষমতা থাকত কেবল অ্যাডমিনের হাতে। কিন্তু WABetaInfo যে খবর সামনে এনেছে তা বলছে যে এবার থেকে এই ফিচার এনেবল বা ডিজেবল করার সুবিধা থাকবে গ্রুপের সব সদস্যের হাতে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD