1. admin@prottashanewsbd24.com : admin :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন

পিএসজি- মেসির পরবর্তী ঠিকানা।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

আনুষ্ঠানিক ঘোষনা না আসলেও মেসি যে পিএসজিতে যাচ্ছেন তা এক প্রকার নিশ্চিত। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার নিজেদের খেলায়াড় হিসেবে মেসি পরিচয় করিয়ে দিবে প্যারিস সেন্ট জার্মেই। তার আগে মেসির কাছ থেকে পাওয়া যেতে পারে সবুজ সংকেত। আর বিকেল ৪ টায় বার্সা ছেড়ে যাওয়া নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন ক্ষুধে যাদুকর।

ফরাসি দৈনিক এল ইকুইফ জানিয়েছে, মেসিকে তিন বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে পিএসজি। এর মধ্যে তৃতীয় বছর ঐচ্ছিক, যে কেউ সরে যেতে পারবে। বাৎসরিকভাবে বেতন দেওয়া হবে ৪০ মিলিয়ন ইউরো করে, যা নেইমারের (৩৫ মিলিয়ন) চেয়ে বেশি। এ ছাড়া সাইনিং মানি, বোনাস ও অন্যান্য ফি আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

ফরাসি সংবাদমাধ্যমের মতে, চুক্তির সব বিষয় চূড়ান্ত করতে রোববারই মেসির প্রতিনিধির সঙ্গে কথা বলবে পিএসজি। পিএসজির মালিকের ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আল থানি অবশ্য গতকালই এক টুইটে বলেছেন যে, ‘আনুষ্ঠানিকভাবে দরকষাকষি শেষ। শিগগিরই ঘোষণা আসবে।’

যোগাযোগ করলে পিএসজির জনসংযোগ বিভাগ অবশ্য এমন কোনো অগ্রগতির কথা অস্বীকার করে। তবে মেসিকে দলভুক্ত করার প্রক্রিয়া যে অনেক দূর গড়িয়েছে, সেটি পিএসজি-সূত্র এপিকেও নিশ্চিত করেছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD