1. admin@prottashanewsbd24.com : admin :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন

বরিশাল থেকে সবধরনের বাস ও লঞ্চ চলাচল বন্ধ

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

গতকাল (১৮ আগস্ট) বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের বাসভবনে হামলা করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। উপজেলা চত্বরে পোস্টার ছেড়াকে কেন্দ্র করে হামলা চালায় তারা। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল মধ্য রাত থেকে বরিশাল থেকে অভ্যন্তরীণ সহ দূরপাল্লার সবধরনের বাস ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পরেছেন যাত্রীরা।

এ ছাড়াও সিটি করপোরেশনের আবর্জনা পরিবহনের গাড়ি দিয়ে সদর উপজেলা সংলগ্ন প্রায় এক কিলোমিটার বরিশাল-ঢাকা মহাসড়কের কয়েকটি স্থানে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। ফলে সড়কে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারছে না।

বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি ও মহানগর যুবলীগের সদস্য মমিন উদ্দিন কালু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাতে আনসার সদস্যদের গুলিতে এবং পুলিশের লাঠিচার্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনার প্রতিবাদে অভ্যন্তরীণসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

এর আগে বুধবার (১৮ জুলাই) দিবাগত রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে কয়েক দফায় হামলা চালানো হয়। এ ঘটনায় পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত ৩০-৪০ জন আহত হন।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD