1. admin@prottashanewsbd24.com : admin :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:০২ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় “ঘরজামাই” ডাকা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষঃ আহত ২৫

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় “ঘরজামাই” ডাকা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বহু বাড়িতে লুটপাট ও হামলার অভিযোগ উঠেছে। এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৫ জন।

বুধবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার সময় উপজেলার মাছিহাতা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের আমির হকের ছেলে সোহাগ মিয়া ওই এলাকার ফজলুর রহমানে মেয়ের জামাই খুরশিদ মিয়াকে ‘ঘরজামাই’ ডাকেন। এ নিয়ে ২ জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে হাজী মার্কেটে খুরশিদকে মারধর করেন সোহাগ মিয়া। পরে বাজারের সালিশ বৈঠকে সোহাগ ও খুরশিদ মিয়াকে মিলিয়ে দেন তারা। পরে দুই গ্রুপ এলাকায় গিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের প্রায় ২৬ জন আহত হন। আহতদের উদ্ধারের পর ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD