1. admin@prottashanewsbd24.com : admin :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন

আজ বিশ্বনবীর জন্মদিন

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

আজ ১২ রবিউল আউয়াল, বিশ্ব মানবতার মহান পুরুষ, মানবজাতীর পথপ্রদর্শক বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) এর জন্মদিন। এই দিনে সমগ্র মানবজাতির রহমত হিসেবে মক্কার কুরাইশ বংশে মহান আল্লাহ তাঁকে পচরেরন করেন।

রবিউল আউয়াল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেলাদাত (জন্ম), নবুয়ত, হিজরত এবং ওফাসের স্মরণীয় মাস এটি। এসবের কারণে মাসটি মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ তাৎপর্য্য বহন করে।

রবিউল আউয়ালে প্রিয় নবির আদর্শের অনুসরণ ও অনুকরণ বাদ দিয়ে জন্ম উৎসবে মেতে ওঠা, র‌্যালি সমাবেশ করলে ঈমানের হক আদায় হবে না। হওয়া যাবে না পরিপূর্ণ ঈমানদার। পরিপূর্ণ ঈমানদার হওয়ার অন্যতম শর্ত হলো- সুন্নাতের অনুসরণে জীবন পরিচালনা করা। কেননা হাদিসে এসেছে-
‘সে ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তার পিতা-মাতা, সন্তান থেকে বেশি ভালোবাসবে। অর্থাৎ পিতামাতা-সন্তান থেকেও প্রিয় নবিকে বেশি ভালোবাসতে হবে।’

আর এ ভালোবাসায় আল্লাহর ভালোবাসাও বিদ্যমান। আল্লাহ ও তাঁর রাসুলকে ভালোবাসার ধরন কেমন হবে তা সুস্পষ্ট করে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা নিজেই। তিনি বলেছেন-
‘(হে রাসুল!) আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে তোমরা আমার অনুসরণ কর। তাহলেই আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন। আল্লাহ তায়ালা তোমাদের গোনাহ ক্ষমা করে দেবেন। আর এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নদী প্রবাহিত।’ (সুরা আল-ইমরান : আয়াত ৩১)

সুতরাং আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম শর্ত হচ্ছে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ ও অনুকরণে জীবন সাজানো। কোরআন-সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা। রবিউল আউয়াল মাসই মুমিন মুসলমানের জন্য এ অনুপ্রেরণা ও শিক্ষা পাওয়ার অন্যতম উপায়।

রবিউল আউয়াল যেমন কবি নজরুলের কবিতার সঙ্গে মিলে না যায়। র‌্যালি-সমাবেশ কিংবা জুলুসের মধ্যেই সীমাবদ্ধ না থাকে বরং তা যেন সুন্নাতে নববির আদর্শে হুবহু নিজেকে তৈরি করার সুযোগ তৈরি হয়। এমনটি যেন না হয়-
‘রবিউল আউয়াল এলে তোমারই গান গাই; রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই’

আল্লাহর নির্দেশ মেনে, রাসুলের অনুসরনে, অনুকরনে আমরা যেন আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। সার্বিক জীবনে তাঁর দেখানো পথে চলে যেন মুমিন হিসেবে আল্লার নৈকট্য লাভ করতে পারি। এটাই হউক ১২ রবিউল আউয়ালের শিক্ষা।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD