1. admin@prottashanewsbd24.com : admin :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন

ধানমন্ডির ফরেস্ট লঞ্জ রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

বিভিন্ন অপরাধে রাজধানীর ফরেস্ট লঞ্জ রেস্টুরেন্টকে দুইলাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকা, আমদানিকারকের প্রমানপত্র না থাকা, পেস্ট কন্ট্রোল ম্যাকানিজম না থাকার পাশাপাশি মেয়াদ না থাকা পণ্য পাওয়ায় এ জরিমানা করা হয়।

সোমবার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে সাত মসজিদ রোড ধানমন্ডিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে ফরেস্ট লঞ্জ রেস্টুরেন্টে চারটি অনিয়ম পাওয়া যায়। এরমধ্যে কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকা, বেশ কিছু পণ্যে আমদানিকারকের প্রমাণক না থাকা, কোনো পেস্ট কন্ট্রোল ম্যাকানিজম না থাকা এবং মেয়াদ না থাকা বেশকিছু পণ্য পাওয়া যায়।

এ সকল অপরাধে কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

অভিযানকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটেলিয়ান আনসার সদস্যের একটি টিম উপস্থিত ছিল


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD