বেতন বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবিতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজধানীর মিরপুরের পোশাক শ্রমিকরা। মিরপুর ১৩ নম্বর এলাকায় এ বিক্ষোভ করেন তারা।
বুধবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে মিরপুর ১৩ নম্বর এলাকার আশেপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা একসাথে জড়ো হয়ে সকাল ১০ টার দিকে পুরো সড়ক বন্ধ করে দেন।
জানা যায়, কয়েকদিন ধরেই স্থানীয় শ্রমিকরা তাদের কারখানায় হাজিরা ভাতা বৃদ্ধি করাসহ বিভিন্ন দাবি আদায়ে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করছিলেন। কিছু দাবি মেনে নেওয়ার পরেও বিক্ষোভ করার মঙ্গলবার (২৩ নভেম্বর) স্থানীয় ব্যবসায়ীরা দুই শ্রমিককে মারধর করেন। তারই প্রতিবাদে রাস্তায় নেমে আসে শ্রমিকরা। এরপর আবারও দাবি জানান আগেরগুলোই।
এদিকে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করার কারণে সড়কের উভয় পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। আশেপাশের সড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। এর ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
ডিএমপির কাফরুল থানার ওসি হাফিজুর রহমান জানান, তাদের দাবি-দাওয়ার শেষ নেই, কয়েকদিন ধরে হাজিরা ভাতা বাড়ানোর দাবি জানিয়েছিল। শুনেছি এই দাবিটি বাস্তবায়ন হয়েছে। আজ সকাল থেকে তারা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন। এর পেছনে পলিটিক্যাল ইন্ধনও থাকতে পারে। কারণ আন্দোলনরতদের যারা গাইড করছেন তারা অনেকে বাইরের বিভিন্ন ফেডারেশনের লোকজন রয়েছেন। তারা কেউ শ্রমিক নয় কিন্তু, উসকানি দিচ্ছেন।
তিনি আরও জানান, আমরা ধৈর্যসহকারে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।