1. admin@prottashanewsbd24.com : admin :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন

স্কুলের মাঠ দখল করে করা হয়েছে নৌকার অফিস

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

নির্বাচনের আচরণবিধির তোয়াক্কা না করে স্কুলের মাঠ দখল করে করা হয়েছে নৌকার নির্বাচনি অফিস। আচরণবিধির সুস্পষ্ট লংঘন হলেও স্কুলে পাঠদানকালীন সময়ে চলছে নৌকার প্রচার প্রচারণা।

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের কুশলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অফিস করা হয়েছে। শুধু তাই নয়, এক ইউনিয়নে প্রার্থীপ্রতি সর্বোচ্চ তিনটি নির্বাচনী অফিস করার নিয়ম থাকলেও ওই ইউনিয়ন ঘুরে ১১টি নৌকার অফিস চোখে পড়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, স্বাভাবিক নিয়মে স্কুলের কার্যক্রম চলছে। কিছু শিশু স্কুলের মাঠে খেলছে। তবে স্কুলমাঠে নৌকা প্রতীকের একটি নির্বাচনী অফিস করা হয়েছে।

জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বলেন, ‘স্কুলের মাঠে নির্বাচনী অফিস করার ব্যাপারে আমার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। যখন মাঠে নির্বাচনী অফিস করার কাজ চলছিল, তখন আমি বাধা দিয়েছিলাম। কিন্তু তারা আমার কথা শোনেননি। আমি বিষয়টি স্কুলের সভাপতি ও সহকারী শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।’

এ বিষয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন বলেন, ‘স্কুলের মাঠে অফিস নির্মাণের অভিযোগ পেয়েছি। তবে এখনও দেখিনি। স্কুলে গিয়ে অফিসটি দেখে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।’

ইউপি নির্বাচনে রুহিয়া পশ্চিম ইউনিয়নে নৌকার প্রার্থী অনিল কুমার সেন। স্কুলের মাঠে নির্বাচনী অফিসের বিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানান। তিনি বলেন, ‘সেখানে কোনো অফিস থাকার কথা না। কে অফিসটি করেছে তা খোঁজ নেওয়া হবে।’

ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘প্রতীক বরাদ্দের পর কোনো সরকারি প্রতিষ্ঠানে নির্বাচনী অফিস করা যাবে না। সভা-সমাবেশ করার বিধানও নেই। তবে এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD