1. admin@prottashanewsbd24.com : admin :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন

আওয়ামী লীগের ঘন্টা বেজে গেছেঃ ফখরুল

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

‘আওয়ামী লীগের ঘন্টা বেজে গেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ঘণ্টা বেজে গেছে, এটা আমাদের কথা নয়। গণতন্ত্রের প্রধান যাদের বলা হয়, সেই আমেরিকা তাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে। কাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে? যারা আমাদের গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, তুলে নিয়েছে, গুম করেছে, তাদের বিরুদ্ধেই এই সাজা এসেছে। সুতরাং ঘণ্টা বেজে গেছে। আর সময় নেই, এখন উল্টাপাল্টা এদিক-সেদিক করে কথা বলে কোনো লাভ হবে না।’

সরকারের উদ্দেশে ফখরুল বলেন, ‘সোজাসুজি এখনো সময় আছে পদত্যাগ করুন। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেন এবং তাদের অধীনে নির্বাচন কমিশন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন। অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না।’

বিএনপি মহাসচিব, ‘আমরা অনেক কথা শুনতে পাই। মন্ত্রীরা নাকি পাসপোর্ট তৈরি করে ফেলেছেন। কে, কোথায় যাবেন, সেই ব্যবস্থাও নাকি হয়ে গেছে। তাহলে এত দেরি করে লাভ কী? তাড়াতাড়ি যান। দেশের মানুষ রেহাই পাক, স্বস্তি পাক।’

ফখরুল বলেন, ‘যে দেশের প্রধান বিচারপতিকে বন্দুকের নল ধরে বিদেশে চলে যেতে বাধ্য করা হয়। যেখানে বিচারকদের সুপারিশ করে নিয়োগ দেওয়া হয়। সেই দেশে ন্যায়বিচার কতটুকু সম্ভব, তা আমরা জানি।’

পদ্মা সেতুর নির্মাণকাজ দেখতে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সমালোচনা করে ফখরুল বলেন, ‘পদ্মা সেতুতে পোজ দিয়ে ছবি তুলেছেন, ভালো কথা। আমাদের আপত্তি নেই। ছবি আপনারা তুলেন, অবশ্যই তুলেন। পদ্মা সেতু নির্মাণ করেন। কিন্তু সাধারণ মানুষের জন্য অন্তত মোটা চালের ভাত, মোটা কাপড়ের ব্যবস্থা করেন।’

তিনি বলেন, ‘ফাইভ স্টার হাসপাতাল তৈরি হয়। কিন্তু সাধারণ মানুষ চিকিৎসা সেবার সুযোগ পায় না। শ্রমিকরা তার মজুরি পায় না। কৃষক তার ফসলের দাম পান না। খুব বড় করে কথা বলেছিলেন, ১০ টাকা কেজি চাল খাওয়াবো। অথচ আজ ৭০ টাকাতেও চাল পাওয়া যায় না। জ্বালানি তেলের দাম ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে অসহনীয় হয়ে পড়েছে মানুষের জীবন। অথচ তারা বলছে উন্নয়নের রোল মডেল হয়ে গেছে বাংলাদেশ।’

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, আমানউল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সুলতান সালাউদ্দিন টুকু, এ বি এম মোশাররফ হোসেন, আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আকরামুল হক প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD