1. admin@prottashanewsbd24.com : admin :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:২২ অপরাহ্ন

কয়েকদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে: শিক্ষামন্ত্রী

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন কমছে, তাই খুব শিগগিরিই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাথে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, করোনা মহামারি এখনও শেষ হয়ে যায়নি। তাই সকলের সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোও খুলে দিতে পারবো। আমরাও চাই যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে। যেহেতু সংক্রমণ কমছে, তাই আশা করছি জলদি আবার সব চালু করতে পারবো।

প্রসঙ্গত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান সংকট নিরসনের জন্য বর্তমানে সিলেটে অবস্থান করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শাবিপ্রবির চলমান সংকট সমাধানের জন্য শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে ডা. দীপু মনির।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, শাবিপ্রবি’র সংকট নিরসনে সব ধরনের চেষ্টা করছে সরকার। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসক, বিশিষ্ট নাগরিকদের সাথে নিয়ে বসে চলমান সমস্যা সমাধানের চেষ্টা করবো।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গত ২১ জানুয়ারি থেকে বন্ধ আছে। এই ছুটি চলবে ২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। এর আগে একই কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল। এরপর ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সীমিত আকারে শ্রেণি শিক্ষা কার্যক্রম চালু হয়। এই সময়ের মধ্যে ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা বিষয় ও সময় কমিয়ে অনুষ্ঠিত হয়।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD