1. admin@prottashanewsbd24.com : admin :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন

ভোলায় পুলিশ – বিএনপি সংঘর্ষে নিহত ০১, আহত শতাধিক।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

কেন্দ্র ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) র বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ভোলায় পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষে হয়। এতে মো. আব্দুর রহিম নামে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এসময় আহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমসহ হয়েছেন অন্তত ১০০ নেতাকর্মী।

রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম ভোলাসদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সেচ্ছাসেবক দলের নেতা বলে জানা গেছে।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শোপন জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ শেষে বিক্ষোভ করতে গেলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ টিআর সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এছাড়াও পুলিশের গুলিতে আব্দুর রহিম নামে একজন নিহত হয়েছেন। আহতদের ভোলা সদর ও বরিশাল মেডিকেলে ভর্তি করা করা হয়েছে। আহত ৫ জনের অবস্থা আশংকাজনক বলে তিনি জানান।

ভোলা সদর হাসপাতালের আরএমও নিরুপম সরকার বলেন, বিএনপি-পুলিশের সংঘর্ষে আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজন গুলিবৃদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিএনপির নেতা-কর্মীরা উপর হামলা করে। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD