1. admin@prottashanewsbd24.com : admin :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:১১ অপরাহ্ন

ক্যারাম খেলা নিয়ে তর্কঃ ছুরিকাঘাতে যুবক খুন।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

পাবনায় ক্যারম খেলা নিয়ে তর্কের জেরে চা দোকানির ছুরিকাঘাতে হাসিব হোসেন (২৩) নামের এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কাশিনাথপুর রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। নিহত হাসিব ছোট মনোহরপুর গ্রামের এজাহার প্রামানিকের ছেলে। তিনি ট্রাকচালকের সহকারী হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী এবং নিহত হাসিবের বন্ধু শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার সময় হাসিব, সাজ্জুল ও তাদের অরও এক বন্ধুসহ চারজন স্বাধীন সরদারের দোকানে চা পান করেন। এরপর তারা ওই চায়ের দোকানে ক্যারম খেলছিলেন। এ সময় ক্যারম খেলা নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এতে দোকানদার স্বাধীন শফিকুলকে গালিগালাজ শুরু করেন। এতে বাধা দিলে এক পর্যায়ে স্বাধীন সরদারকে লাঠি দিয়ে মারধর শুরু করেন।’

শফিকুল আরও বলেন, ‘হাসিব বাধা দিলে স্বাধীন আরও রেগে যান। তিনি তার চাচা রাজা সরদার মিলে হাসিবকে লাঠি দিয়ে পেটানো শুরু করেন। এক পর্যায়ে স্বাধীন তার দোকানে থাকা ছুরি নিয়ে এসে হাসিবের পিঠে আঘাত করেন। এতে গুরুতর আহত হন হাসিব। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ক্যারম খেলা নিয়ে তর্ক বিতর্কের সূত্র ধরে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটা রেলওয়ে এলাকার ঘটনা। তাই এ বিষয়ে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

পাকশী রেলওয়ে বিভাগের পুলিশ সুপার মো. শাহাব উদ্দিন বলেন, ঘটনা জানার পরই রেলওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। তারা এখনো সেখানেই আছেন। বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD