1. admin@prottashanewsbd24.com : admin :
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন

কুমিল্লায় বিএনপির গাড়ি বহরে হামলায় ২০ জন আহতঃ ১৫ গাড়ি ভাংচুর।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
সংবাদটি শেয়ার করুন:

নোয়াখালীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে কুমিল্লার লাকসামে নেতাকর্মীদের ১৫ টি গাড়ি ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে লাকসাম বাইপাস ও জংশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবুল হক, কৃষকদলের নায়েব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাছির আহমেদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বশিরুল ইসলাম মোল্লা, কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক নাছির উদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, কবির হোসেন, নবীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক তোফাজ্জল হোসেন ও সালাউদ্দিন আহমেদ।

তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভুইয়া বলেন, নোয়াখালীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় লাকসাম বাইপাস এলাকায় ‌‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দুর্বৃত্তরা আমাদের গাড়ি বহরে হামলা করে। এসময় রামদা দিয়ে কুপিয়ে ১৫টি গাড়ি ভাঙচুর করা হয়। এসময় আহত হন ২০-৩০ নেতাকর্মী। তাদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আহাত মোল্লা মজিবুল হক বলেন, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা ব্যাহত করতে এ হামলা চালানো হয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই।

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, লাকসামে কোনো হামলার ঘটনা আমাদের জানা নেই। এ বিষয়ে কেউ আমাদের কাছে অভিযোগও করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD