1. admin@prottashanewsbd24.com : admin :
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন

ইফতারের আগে ট্যাং এর ‘আযান’ দেওয়ার বিজ্ঞাপন বন্ধের দাবী ‘সিসিএস’ এর।।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

মুসলমানদের পবিত্র রমজান মাসে ইফতারের আগ মুহূর্তে আজানের ধ্বনিযুক্ত “ট্যাং জুস”-এর বিজ্ঞাপন বন্ধের আবেদন জানিয়েছেন বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা “কনসাস কনজুমার্স সোসাইটি” (সিসিএস)।

রবিবার (২৫ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (ডিএনসিআরপি) ঢাকা বিভাগীয় কার্যালয়ে এ সম্পর্কিত লিখিত আবেদন জমা দেওয়া হয়। সংস্থাটির পক্ষে আবেদনটি করেছেন নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ।

আবেদনে বলা হয়েছে, “মাল্টিব্রান্ডস লিমিটেড” তাদের পণ্য “ট্যাং জুস”-এর একটি বিজ্ঞাপনে ইসলাম ধর্মের পবিত্র আজানের ধ্বনি (আল্লাহু আকবর) যুক্ত করে বিভিন্ন টেলিভিশনে প্রচার করছে। বিজ্ঞাপনটি বিশেষ করে ইফতারের কিছুক্ষণ আগে থেকে বেশি প্রচারিত হয়। এতে লাখ লাখ সম্মানিত রোজাদার যারা টেলিভিশনে আজান শুনে ইফতার করেন তারা বিভ্রান্ত হচ্ছেন।

সংস্থাটি জানায়, শুধু বাণিজ্যিক স্বার্থে কয়েক কোটি ধর্মপ্রাণ মুসলমানের পবিত্র ইবাদত নিয়ে এমন হীন কার্যক্রমের বিষয়ে ভোক্তা সাধারণের মধ্যেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আজানের ধ্বনিযুক্ত বিজ্ঞাপন প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে তারা।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD