1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন

সিমলার “নিষিদ্ধ প্রেমের গল্প” মুক্তি পাচ্ছে ইউটিউবে।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

জাতীয় চলচ্চিত্র  পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শিমলার সাত বছর আগে করা চলচ্চিত্র “নিষিদ্ধ প্রেমের গল্প ” অবশেষে ইউটিউবে মুক্তি পাচ্ছে। লাশের সাথে ডোমের অন্তরঙ্গ দৃশ্য, অসম প্রেমের এ চলচ্চিত্র সংশোধন করে সেন্সরে জমা দেওয়া হলেও তা প্রদর্শনের অযোগ্য বলে ছাড়পত্র দেয়া হয়নি। তাই ম্যাডাম ফুলির এ ছবিটি ইউটিউবে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা রুবেল আনুশ। ছবিতে সিমলার বিপরীতে অভিনয় করেছেন কিশোর অভিনেতা মামুন।

শুরুতে সিনেমার নাম ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ রাখা হলেও পরে, নাম পাল্টে ‘প্রেমকাহন’ রেখে সর্বশেষ সেন্সরে জমা দেওয়া হয়। কিন্তু এবার পুরনো নামেই সিনেমাটি মুক্তির চিন্তা করেছেন নির্মাতা। নির্মাতা রুবেল আনুশ গণমাধ্যমকে বলেন, ‘আমরা বিকল্প পথে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। ইউটিউবে সিনেমাটি মুক্তি দেব।

ইউটিউবে দেখতে আলাদা করে কোনো টাকা লাগবে না। ’
এর আগে, সেন্সর বোর্ড জানিয়েছিল, সিনেমাটির গল্পে লাশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, নায়ক-নায়িকার মধ্যে অসম প্রেম ও মাত্রাতিরিক্ত গালাগালি রয়েছে। এগুলো সাধারণ দর্শকের দেখার উপযুক্ত নয়। এ কারণেই নিষিদ্ধ করা হয়।

তবে এসব অভিযোগ মানতে নারাজ নির্মাতা। তার মতে, সিনেমায় কোনো অ্যাডাল্ট দৃশ্য নেই। গালি ছিল, সেটাও মিউট করে দিয়েছেন। এরপরও কেন নিষিদ্ধ করা হয়েছে, তার বোধগম্য নয়।
এদিকে, সেন্সর বোর্ডের সিদ্ধান্তের বিপক্ষে আপিল করার সুযোগ থাকলেও সে পথে হাঁটছেন না নির্মাতা।

কারণ তিনি মনে করেন, এতে কোনো লাভ হবে না। তাই আগামী ২৫ নভেম্বর ‘সিনেমা কটেজ’ নামের একটি ইউটিউব চ্যানেলে সিনেমাটি মুক্তি দেয়া হবে। উল্লেখ্য, ছবিটি নানা টানাপোড়েনের কারণে সম্পন্ন হতে সময় লেগেছে দীর্ঘ ৭ বছর।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD